“আমি সরকারি কর্মচারি”
1 min read
[কাকলী আক্তার মৌ]
আমি সরকারি কর্মচারি,আমি সরকারি কর্মচারি
যেন,নুন ছাড়া পাতিলের কোন তরকারি।
ভাব সাবে আমি রাজা,সমীহ চোখে,
দূর থেকে ভয়ে লোকে;স্যার বলে ডাকে।
আমি সরকারি কর্মচারি,আমি সরকারি কর্মচারি।
পড়শিরা ভাবে সুখী,আমি জানি পানসে,
ঘরের উনি সবি জেনে,ডাকে,নামুরাদের মিনসে।
সখ খায়েশ পূরণ করব;সাধ্য টুকুও নাই?
অন্যের সুখ দেখে দেখে;জীবন কাঁটিয়ে যাই।
আমি সরকারি কর্মচারি,আমি সরকারি কর্মচারি।
বাড়ি গাড়ি কিছুই নাই,অল্প টাকা মাইনে,
তাহা দিয়ে কেমনে চলি?পথ খুজে পাইনে।
মাসের শেষে মাইনে পেলেই,ভাড়া যায় চলি,
বাকি টাকায় কেমনে চলি?কি করে যে বলি?
আমি সরকারি কর্মচারি,আমি সরকারি কর্মচারি।
বাজারে গেলে যেন;আকাশ মাথায় পরে,
ভাল কিছুর কিনার স্বাদ;অঙ্কুরে যায় মরে।
ছেলে মেয়ের পড়াশুনা;বউয়ের নতুন শাড়ি,
স্বপ্নটা মোর স্বপ্নই রয়;ফিরি শূন্য বাড়ি।
আমি সরকারি কর্মচারি,আমি সরকারি কর্মচারি।
লোকে ভাবে আমি রাজা;কিন্তু মাকাল ফল,
চাকচিক্যে সুন্দর ঠিকই;ভিতরে কষ্টের জল।
সততায় যারা চলে;তারা কষ্টে থেকে-
জীবন ভর যাতনায়;চলে এঁকে বেঁকে।
আমি সরকারি কর্মচারি,আমি সরকারি কর্মচারি।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)