সিলেটে গঠিত হলো “সার্চ দ্যা মি. হিউম্যন সংঘটন”
1 min readমুশতাক আহমেদ রুমেন :: সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠন করা হয় একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন “সার্চ দ্যা মি. হিউম্যন” ইতোমধ্যে সংগঠনটি অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে।
২০১৯ সালের ১২ই মে সংগঠনের কার্যক্রম শুরু হয়, ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায় সংগঠনের সবাইকে, গত ০২-০২-২০২০ রাত ০৮ ঘটিকায় কেক কাটার মধ্যদিয়ে মি. হিউম্যন সংগঠনের কমিটি ঘোষনা করা হয়।
চেয়ারম্যান: আবছার আলীনুর অভি সহ-সভাপতি:সাজিব আহমেদ, সহ-সভাপতি: তাকবির আহমেদ, সাধারণ সম্পাদক; রিয়াদুল ইসলাম রিয়াদ, সহ-সম্পাদক; শাকেরা অাবছার সাথী, সহ-সম্পাদক: দুলাল অাহমেদ, সাংগঠনিক সম্পাদক: মোস্তাক অাহমেদ রুমেন, সহ-সাংগঠনিক সম্পাদক; অবজল হোসেন অাফজল, প্রচার সম্পাদক : নায়লা আক্তার, এছাড়াও সিনিয়র সদস্য যারা ছিলেন রিপন তালুকদার, চয়ন তালুকদার, নাজমুল হোসেন, সালমান অাহমেদ।
নবগটিত চেয়ারম্যান অাবছার অালীনূর অভি বলেনঃ “আমরা মানুষের দুঃখ কষ্ট দেখতেছি চোখের সামনে মানুষ কত কষ্ট করে অনাহারে বস্তুহীন রাত্রী যাপন করে কারো ঘরের চু্লায় আগুন ধরে না, তাই সংগঠনের শুরুতেই অামরা একবেলা খানির অায়োজন নিয়ে অসহায়দের পাশে যেভাবে দাঁড়িয়ে ছিলাম ঠিক তেমন করেই আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ মানুষের পাশে থাকার চেষ্টা করবো”
এ বলে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ইনশাআল্লাহ মানুষের পাশে থাকার চেষ্টা করবো