দক্ষিণ সুরমায় ডাকাতি হামলায় আহত যুবক পুলিশের সহযোগিতায় আটক ছিনতাইকারী
1 min readআরিফুর রশীদ (দক্ষিণ সুরমা থেকে) :: ডাকাতি হামলায় আহত হন মোগলাবাজার মাহমুদাবাদ গ্রামের ট্রাক ড্রাইভার রিপন আহমদ (২৮)। জানা যায় বেশ কিছু টাকা নিয়ে রাত প্রায় ৩টার দিকে গাড়ি বন্ধ করে শহর থেকে বাড়ি ফিরছেন রিপন। কদমতলি পয়েন্ট থেকে মোগলাবাজার আসার জন্য সিএনজিতে উঠলে পিছনে রিপনের পাশে বসা ছিলো ছিন্তাইকারী, সামনের সিটে শুধু ড্রাইভার। চলছে গাড়ি খালেরমুখ বাজার পাড়ি দিয়ে তিন মুখের রাস্তার কাছে আসার পরই ছিন্তাইকারী রিপনের গলায় চাকু ধরে তার পকেট থেকে টাকাগুলা ছিনিয়ে নেয়। রিপন জোরাজোরি করতে লাগলে তার বুকে চুরি দিয়ে আঘাত করে আহত করে দেয় তাকে। অতঃপর রিপন আহত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়ে মোগলাবাজারে এসেই তার পরিচিত এক সিএনজি ড্রাইভার রাজা মিয়াকে ঘটনা সম্পর্কে বললে রাজা মিয়া তড়িৎ গতিতে গাড়ি নিয়ে ছুটলেন ডাকাতের পিছনে খালেরমুখ বাজারের কাছে মোগলাবাজার থানা। উনি পুলিশ কে ঘটনা সম্পর্কে বললে পুলিশও গাড়িবহর হয়ে তার সাথে ছুটলেন ডাকাত ধরতে অবশেষে পারাইচকে গিয়ে পুলিশের সহায়তায় গাড়িসহ ধরতে পারলেন একজনকে এবং অপরজন অন্ধকার থাকায় টাকা নিয়ে পালিয়ে যায়, তবে তাকে গ্রেফতারের অভিযান চলছে।