জামেয়া হুসাইনিয়া ইসলামিয়া কটারকোনায় খোলা হচ্ছে দাওরায়ে হাদীসের জামাত
1 min readমাসুম আহমদ: মৌলভীবাজার কুলাউড়ার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল্লামা আব্দুস সবুর দেওবন্দী (রহ.) এর প্রতিষ্ঠিত, আল্লামা ইবরাহিম আলী মুহাদ্দিস কাটারকোনী (রাহ.) স্মৃতি বিজড়িত জামেয়া হুসাইনিয়া ইসলামিয়া কটারকোনা মাদরাসা ১৯৭৩ সাল থেকে পাঠদান শুরু করে আজ পর্যন্ত প্রায় অর্ধশত বছর ধরে দ্বীনি শিক্ষার আঞ্জাম দিয়ে আসছে, শুধু কুলাউড়ার নয় পুরো মৌলভীবাজার জেলার হাতেগনা কয়েকটি মাদরাসার মধ্যে একটি প্রতিষ্ঠান এই জামেয়া হুসাইনিয়া।
আধুনিক প্রদ্ধুতিতে নূরানী শ্রেণী থেকে শুরু করে ফযিলত ২য় বর্ষ (মিশকাত)পর্যন্ত, পাশাপাশি হিফজ নাজেরা থেকে তাকমিল পর্যন্ত নিয়মিত দরস দিয়ে আসছে এই জামেয়া। চলমান অর্ধশত বছরে জামেয়া গড়ে তুলেছে সহস্রধিক আবনা ফুযালা। যারা আজ দেশ-বিদেশে বহুবিদ দ্বীনি খেদমতে নিয়োজিত।
চলমান বছরে মাদরাসা পরিচালনা কমিটি এবং আসাতিযায়ে কেরাম এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আগামী বছর থেকে তাকমিল ফিল হাদিস তথা(মাস্টার্স সমমান) দাওরায়ে হাদীসের জামাত খোলা হইবে।
দাওরায়ে হাদীসে ভর্তি ইচ্ছুক ছাত্রদেরকে যথাসময়ে ভর্তি হওয়ার আহবান জানান জামেয়ার সম্মানিত মুহতামিম শায়খুল হাদীস আল্লামা হাফেজ শুয়াইব আহমদ সাহেব।