জামেয়া তোয়াকুলের বার্ষিক মাহফিল আগামীকাল
1 min readবিলাল আহমেদ রাসেল।
গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, হযরত শায়খ সফিউল্লাহ রহ. এর স্মৃতিবাহী জামেয়া ইসলামিয়া তোয়াকুল, গোয়াইনঘাট, সিলেট-এর বার্ষিক ওয়াজ মাহফিল আগামি ৪ ফেব্রুয়ারি ২০২০ ইংরেজি মঙ্গলবার তোয়াকুল শাহী ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এবং বর্ষিক মাহফিল উপলক্ষে সন্ধা ৭টায় মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে জামিয়া প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের লক্ষে এক জরুরি বৈঠক।
উক্ত মহতি মাহফিল ও জরুরি বৈঠকে সবার উপস্থিতি দোয়া ও কামনা করছেন জামেয়ার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর দা.বা.।