আগামীকাল সিরাত মাহফিল; বয়ান করবেন শীর্ষ আলেমগণ
1 min readআরিফুর রশীদ ( দক্ষিণ সুরমা থেকে)
আগামীকাল মঙ্গলবার দুপুর দুইটা থেকে শুরু হবে ‘সিরাতুন্নবি সা. বাস্তবায়ন কমিটি মোগলাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট’-এর উদ্যোগে আয়োজিত বার্ষিক সিরাত মাহফিল। মধ্যরাতব্যাপী এই মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা মুহিউল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন─মাওলানা এমদাদুল হক, শায়খুল হাদিস রেঙ্গা মাদরাসা। এ ছাড়া গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ড. আ. ফ. ম. খালেদ হোসেন, যুবায়ের আহমদ আনসারী, মুশতাকুন্নবী, শরীফ মুহাম্মদ, সাখাওয়াত হোসাইন রাজি, রাফে বিন মুনীর প্রমুখ আলেমগণ।