স্থায়ীত্বশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে সেভ দ্যা ফার্মার’র আত্মপ্রকাশ
1 min readনিজস্ব প্রতিনিধি।।
স্থায়ীত্বশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে সেবা, সচেতনতা ও উন্নয়ন তিন মোটোকে সামনে রেখে সিলেটে স্যাভ দ্যা ফার্মার নামে এক সংগঠনের আত্মপ্রকাশ হয়।
সিলেটের লালাবাজারে স্থানীয় এক মিলনায়তনে কৃষিবিদ ফাহিম আবুল কালামের সঞ্চালনায় ও লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষিবিদ রুহুল আমিন চৌধুরী, আদনান শাহ, মো. আবুবকর, মো. আবদুল কাদির, শফিক আহমদ শফি, আদিল হোসাইন প্রমূখ।
উপস্থিত সকলের সর্ব সম্মতিতে সংগঠনের সভাপতি হিসেবে পীর ফয়জুল হক ইকবালকে মনোনীত করা হয়।