লেবাননে রাষ্ট্রদূতের বিদায়ী সংবর্ধনার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
1 min readহেলাল আহমদ,লেবানন প্রতিনিধি।।
লেবাননে প্রবাস বান্ধব উপাধি পাওয়া রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারের বিদায়ী সংবর্থনার দেওয়া উপলক্ষে প্রস্তুতি সভা করেছে লেবানন প্রবাসী বাংলাদেশিরা। আজ রবিবার লেবাননে বৈরুতে আল কোলায় হোটেল শীষের হল রুমে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
প্রবীণ কমিউনিটির নেতা শামীম আহমেদের সভাপতিত্বে ও কমিউনিটির নেতা মশিউর রহমান টিটুর সনঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, লেবাননে সামাজিক ও রাজনৈতিক কমিউনিটি নেতৃবৃন্দ ও লেবাননে দায়িত্বরত বিভিন্ন পিন্ট মিডিয়া, ইলেকট্রনিকস সহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।