ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলা
1 min readআন্তর্জাতিক ডেস্ক :: মুসলিম অধ্যুষিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
আজ রোববার ভোররাতে উপত্যকায় অবস্থিত স্বাধীনতাকামী সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপত্যকাটির বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দায় স্বীকার করে বলা হয়, হামাসের স্থাপনা লক্ষ্য করে আঘাত করা হয়েছে। এটি শনিবার ইসরায়েলের দিকে গাজা থেকে চালানো হামলার প্রতিক্রিয়া মাত্র।
গত ২৮ জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনা ‘ ডিল অব দ্যা সেঞ্চুরি’ উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এটিকে ফিলিস্তিনসহ পুরো মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে বিবৃতি দিয়েছে ইরান, পাকিস্তান, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন ও তুরস্ক। শান্তি পরিকল্পনা প্রকাশের কয়েকদিনের মধ্যেই এই হামলা চালালো ইসরায়েল।