কাফন পরিলে অঙ্গে
1 min read[কাকলী আক্তার মৌ]
ভবের জীবন, সুখের জীবন
যতই সবে ভাবি,
মালাকুল মউত আসিলে দ্বারে
সাঙ্গ হইবে সবি।
কিসের আশা, কিসের বাসা
কে বা রইবে সঙ্গে?
আপন সবাই পর হইবে
কাফন লাগিলে অঙ্গে।
সঙ্গে তোমার কেউ যাবে না
করবে যখন দাফন,
সঙ্গের সাথী দূরে যাইবে
আপন হইবে কাফন।
ভাবছ সবি পাগলে প্রলাপ
দিচ্ছো না কেউ কান,
যখন তোমার হুশ হইবে
থাকবে না দেহে প্রাণ।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)