এসএসসিতে সিলেটে পরীক্ষায় বসছে সোয়া লাখ শিক্ষার্থী - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

এসএসসিতে সিলেটে পরীক্ষায় বসছে সোয়া লাখ শিক্ষার্থী

1 min read

অতিথি প্রতিবেদক :: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এবার সিলেট শিক্ষা বোর্ডে এ পরীক্ষায় অংশ নেবে এক লাখ ১৬ হাজার ৩৬৭ শিক্ষার্থী। সোমবার সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৯১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ১৪৬টি কেন্দ্রে তাদের পরীক্ষা গ্রহণ করা হবে।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ৪৯ হাজার ৯৪৮ জন ছাত্র এবং ৬৬ হাজার ৪১৯ জন ছাত্রী।

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এ বছর সিলেট জেলায় পরীক্ষার্থী সংখ্যা ৪৩ হাজার ৭২৬ জন। তন্মধ্যে ছাত্র ১৮ হাজার ৮৪৬ জন ও ছাত্রী ২৪ হাজার ৮৮০ জন।

সুনামগঞ্জ জেলায় পরীক্ষার্থী ২৪ হাজার ৯৭৫ জন। এদের মধ্যে ১১ হাজার ২০৭ জন ছাত্র ও ১৩ হাজার ৭৪৬ জন ছাত্রী।

মৌলভীবাজার জেলায় এবার পরীক্ষা দেবে ২৪ হাজার ৪৪৭ শিক্ষার্থী। তন্মধ্যে ৯ হাজার ৯০৪ জন ছাত্র ও ১৪ হাজার ৫৪৩ জন ছাত্রী।

এছাড়া হবিগঞ্জ জেলার এবার এসএসসি পরীক্ষার্থী ২৩ হাজার ২১৯ জন। এদের মধ্যে ৯ হাজার ৯১৯ জন ছাত্র ও ১৩ হাজার ২২৮ জন হলেন ছাত্রী।

সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ। তিনি জানান, প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে নকল ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বোর্ডের নিজস্ব পর্যবেক্ষক দলও থাকবে।

এদিকে, পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।

প্রসঙ্গত, এ বছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী, অংশগ্রহণকারী বিদ্যালয় ও কেন্দ্রের সংখ্যা বেড়েছে। গেল বছর এ বোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ১৩ হাজার ৪৭২ জন। এ বছর পরীক্ষার্থী দুই হাজার ৮৯৫ জন বেড়েছে। গেল বছর সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষায় ৮৯৬টি বিদ্যালয় থেকে পরীক্ষার্থীরা অংশ নিয়েছিল। এ বছর বিদ্যালয়ের সংখ্যা ১৬টি বেড়েছে। এছাড়া গেলবারের চেয়ে এবার পরীক্ষা কেন্দ্রও বেড়েছে ১৫টি। গেলবার কেন্দ্র ছিল ১৩১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.