সারীঘাট নয়াখেল উচ্চ বিদ্যালয়ের মাটি ভরাটের কাজ পরিদর্শনে চেয়ারম্যান ফারুক
1 min readগোয়াইনঘাট :: গোয়াইনঘাটের আলীরগাও ইউনিয়নের সারীঘাট নয়াখেল উচ্চ বিদ্যালয়ের মাটি ভরাটের কাজ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। এলাকার শিক্ষার মান উন্নয়নে এলাকাবাসীর উদ্যোগে নতুন এ স্কুলের অগ্রযাত্রা শুরু হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
শনিবার (১ ফেব্রুয়ারি) সারীঘাট নয়াখেল উচ্চ বিদ্যালয়ের মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। এসময় তিনি বিদ্যালয়ের মাটি ভরাট কাজের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করেন।
পরে তিনি পাচসেউতি হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন এবং পাচসেউতি বাজার ব্যবসায়ীদের সাথে বৈঠকে মিলিত হন। তিনি পাচসেউতি হাফিজিয়া মাদ্রাসায় ১ লক্ষ টাকা এবং পাচসেউতি বাজারের গলি পাকাকরণের ঘোষণা দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ,গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, প্রধান শিক্ষক বদিউল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, ইউপি সদস্য শাহিম আহমদ শাহিন, মইন উদ্দিন প্রমুখ।