“সততার দর্পন”
1 min read[কাকলী আক্তার মৌ]
সফলতায় ভরে যাক আগামীর পথে,
সততা সাথে নিয়ে,সত্যের রথে।
সব কাল হয়ে যাক,ধুয়ে মুছে সাদা,
দূরে যাক সমাজের নোংরা কাঁদা।
সততার কালিতে,সত্য এঁকে,
দেশ,জাতির অনিয়ম,যাক সবি লিখে।
এক ঝাক মেধাতে;ভর করে জাতি,
একদা ছুয়ে যাবে যশ,মান,খ্যাতি।
জাতি দশে ভরে যাবে সততার ফুল,
নিরাকার হয়ে যাবে অতীতের ভুল।
খারাপের খারাপি রটে যাবে ভবে,
সুন্দর আগামীর আলো পাবে সবে।
অভিশাপ,অনিয়ম,যত অনাচার,
সততার দর্পনে হবে চুরমার।
আলোকের পথে থেক,সত্যের রথে,
সততার দর্পন আলো দিবে সাথে।
লেখক: কাকলী আক্তার মৌ।
সীমান্তের আহ্বান পত্রিকাকে উৎস্বর্গকৃত।