রাজশাহীর সীমান্ত থেকে ৫ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
1 min read
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী।।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
আটকরা হলেন- রাজন হোসেন, মো. সোহেল, কাবিল, মো. শাহীন ও শফিকুল। এদের প্রত্যেকের বাড়ি পবা উপজেলার গহমাবোনা গ্রামে।
পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা সবাই রাখাল। নিজেদের বাড়িতে পালন করা গবাদিপশু পদ্মানদীর চরে চরাতে যান। আজও তারা চরে গরু চরাতে গিয়েছিলেন। এসময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।