ভেঙে গেল খতমে নবুওয়ত সম্মেলনের মঞ্চ, অক্ষত আল্লামা আহমদ শফী
1 min readকাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে বিশাল সমাবেশ মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে মঞ্চটি ভেঙে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, জেলার কেন্দ্রীয় ঈদগাঁহে সম্মেলন চলাকালে মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে যায়। ওই সময়ে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। তবে অক্ষত রয়েছেন প্রধান অতিথি হেফাজতে ইসলামের আমীর ও তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শাহ আহমদ শফীসহ অন্যরা। পরে ভাঙা মঞ্চেই আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানের সমন্বয়ক হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, মঞ্চে অতিরিক্ত লোক হওয়ায় আকস্মিকভাবে মঞ্চের পেছনের অংশ ভেঙে মাটিতে নেমে আসে। তবে আল্লামা আহমদ শফিসহ কেউ হতাহত হয়নি।
নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে এতে আরো উপস্থিত আছেন দারুল উলুম দেওবন্দের শিক্ষা সচিব আল্লামা কমরুদ্দিন, সৌদী মেহমান ড. তুর্কি সাঈদ আল মাজদুয়ী আল গামেদী, আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা নুর হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি ওয়াক্কাস ও সংগঠনের সেক্রেটারী জেনারেল আল্লামা নুরুল ইসলামসহ শতাধিক ওলামায়ে কেরাম।