“বর্ণভাষা”
1 min read[এম এবাদুর রহমান খান]
২১ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ফেব্রুয়ারির প্রথম দিনে সবাইকে জানাই মাতৃভাষার শুভেচ্ছা। এম,এবাদুর রহমান খান।
মনে পড়ে ছোট বেলা
দিন ফুরালো কাটলো বেলা,
পড়তে বসি সন্ধ্যা বেলা
কি পড়েছি কি পড়লাম শুধুই খেলা।
কোথায় ছিলো কেমনে এলো
স্বরবর্ণ আর ব্যঞ্জন মালা,
কেমন করে বর্ণমালা
সে যে আবার রূপ গুছালো।
উর্দু ফার্সি তুর্কিভাষা
না মিটলো মনের আশা,
রক্ত দিয়ে যুদ্ধ করে
আনলাম আমি মাতৃভাষা।
সোনার তরী সোনার মাটি
স্বর্ণলতিকা তরুলতা
বদলো বুকে ভালোবাসা
এ তো আমারি বাংলাভাষা।
যতই ভাষা আসুক দেশে
ছাড়বনা মোরা এ আশা
জিবন থাকতে দেবনা মোরা
আমারি বর্ণমালা আমারি ভাষা।
আফসোস বাঙ্গালী মোরা
নিজের ভাষার নেই কদর
জিবন দিয়ে গ্রহন করি
অন্য ভাষার রূপনগর।
কত রক্তের বিনিময়ে অর্জিত আমার মায়ের ভাষা তবুও কেনো আজ আমরা অন্য ভাষার পিছনো ছুটে বেড়াই আফসোস বাঙ্গালি আমরা নিজের ভাষার জন্য রক্ত দিয়েছি কিন্তু আজ নিজের ভাষায় কথা বলতে লজ্জা করি। এটা আমাদের ভূষন হওয়ার কথা ছিলো না।
আমারা আমাদের রক্তে আর্জিত ভাষার প্রতি যত্নবান হই।
পরিশেষে যারা ভাষার জন্য রক্ত দিয়েছিলেন তাদের রূহের মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি আমার লিখা উৎসর্গ করলাম। আল্লাহ যেনো তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন আমিন।
লেখক:- এম, এবাদুর রহমান খান
(সীমান্তের আহ্বানের বিয়ানীবাজার প্রতিনিধি)