নবীগঞ্জে এমপিকে সামনে রেখে ইউনিয়ন আ.লীগের দুই নেতার হাতাহাতি
1 min read
হবিগঞ্জ প্রতিনিধি।।
নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নে গত শনিবার মত বিনিময় সভা শেষে ফিরে পথে বিকেলে পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কাজির বাজার নিলু মিয়ার চায়ের দোকানে সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী বাগাউড়া একটি ব্রীজ উদ্বোধনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এক পর্যায়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ছুবা মিয়া বলেন ব্রীজ কিভাবে আমার ইউনিয়ন আসলে আমি তো জানিনা এমন প্রশ্নে জবাবে ওই ইউনিয়নের ৫নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল সাফি মিয়া বলেন তুমি তো এমপির পাশে যাও না তে খবর পাইবায় কিভাবে। এমপিকে সামনে রেখেই এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ভূূমিকা রাখেন। এ ব্যাপরে ইমদাদুর রহমান মুকুৃলের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন হাতাহাতির কোন ঘটনা ঘটেনি তাদের মাঝে ভূল বুঝাবুঝি হয়েছিল এমপি সাহেবসহ আমারা মিমংসা করে দিয়েছি।