“মক্কা_মাদীনার পরে আমার কাছে সবচে’ ভালো লেগেছে বাংলাদেশ”
1 min readনিজস্ব প্রতিনিধি :: ২৫ জানুয়ারি (শনিবার) জকিগঞ্জের কাস্টমঘাট পরিদর্শন করার সময় এক পুলিশ কর্মকর্তার প্রশ্নের জবাবে মন্তব্যটি করলেন উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ হযরত যাকারিয়া রাহ.র সর্বশেষ খলীফা মারকাজুল উলূম মেলবর্ণ ইংলেন্ড এবং মাদ্রাসায়ে ভেরি লন্ডন এর শায়খুল হাদিস আল্লামা বিলাল বাওয়া সাহেব দা: বা:,।
হযরত বেলাল বাওয়া সাহেব জামেয়া রেঙ্গার শতবার্ষিকী দস্তারবন্দী মাহফিলের যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ আসেন পরে নিজ জুরুরি কাজে আবারো ইংল্যান্ডে চলে যান।
গত ২০ জানুয়ারি শাহবাগ জামেয়া মাদানিয়া ক্বাসিমুল উলূমের বার্ষিক মহাসম্মেলনে যোগদিতে আবরও বাংলাদেশ সফর করেন বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন।
গতকাল জামেয়া ক্বাসিমূল উলূম কাকরদিয়া শেওলা দক্ষিণভাগ মেওয়া মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলনে উপস্থিত হোন এর আগে কাস্টমঘাট পরিদর্শন করার সময় এমন কথা বলেন।