দেশে,দেশ প্রেমিকের বড়ই অভাব
1 min read[কাকলী আক্তার মৌ]
আজকাল দেশে;দেশ প্রেমিকের বড়ই অভাব,
সাদা রঙের মুখোশে;কালো রঙের স্বভাব।
মুক্ত মনা কাজের তরে লোকের অভাব হয় না,
নীতি মেনে চলার লোক কোথাও খোজেই পাওয়া যায় না।
আজকাল,মুখে সবাই দেশ প্রেমিক হয়;
কিন্তু দেশের টানে,দেশের কথা ক’জনায় কয়?
আজকাল,মুখে মুখে সবাই;দিয়ে দেয় সব কিছু,
কিন্তু তারাই প্রয়োজনে,সুযোগে নেমে যায় পিছু।
আজকাল সবাই,কথায় কথায়,সততার কথা বলে,
তারাই আবার,আড়ালে আবডালে,প্রতিহিংসায় জ্বলে।
এত এত খারাপের মাঝেও,ভাল মানুষ,আছে দেশে,
শত শত প্রতারকের ভিড়ে;আলোক ছড়ায় মিশে।
ভয় নাই,ডর নাই তার,নীরবে চলে একা,
ভাবে না ফলাফল,পথ আঁকা বাঁকা।
প্রতিবাদ করে যায় সততার পথে,
ডাকে যদি না আসে কেউ তার সাথে।
দমে না,ডুবে না,হয় না নিচু,
চলে তারা সত্যে,সততার পিছু।
জগতের সবে তারে;ডাকে নামে অধমে,
সফলতা কিন্তু,গড়াগড়ি খায়,লুটিয়ে তারই কদমে।
লেখক: কাকলী আক্তার মৌ
ছবির এই ভাইটিকে স্যালুট জানিয়ে;তার সম্মানে লেখকের এ লেখা।