গোয়াইনঘাট সরকারী কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে জাফলংয়ে আনন্দ ভ্রমণ - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

গোয়াইনঘাট সরকারী কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে জাফলংয়ে আনন্দ ভ্রমণ

1 min read

গোয়াইনঘাট সরকারী কলেজ এর ২৫ বছর পুর্তি উপলক্ষে জাফলং আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ২০১৬-২০১৭ বেইস এর ছাত্র গোয়াইনঘাট সরকারি কলেজ এর মেধাবী ছাত্র রাজু কান্ত দে, মেধাবী ছাত্র মোশারফ হোসেন সাগর সামাজিক সংগঠন এর আইডল, মেধাবী ছাত্র জাহাঙ্গীর আলম সুমন সামাজিক ব্যাক্তিত্ব, মেধাবী ছাত্র খসরুল ইসলাম, মেধাবী ছাত্র মামুনুর রছিদ, জুনিয়রদের মধ্যে ছিলেন মেধাবী ছাত্র আব্দুল হাকিম,মেধাবী ছাত্র আল-আমীন আমেদ ও রাসেল আহমেদ প্রমুখ।

পর্যটন স্থান ভ্রমন করি লুনী চা বাগান,জিরো পয়েন্ট, বডার কেম্প, ভল্লারগাঠ জলন্ত মসজিদ, জাফলং চা বাগান মন্দির, জাফলং ব্রিজ ও ডাউকি ব্রিজ এছাড়াও জাফলং ক্যাম্পের পাশেই গ্রীণ রিসোর্ট।

পর্যটন স্থান ভ্রমণ করে বেলা ২ ঘঠিকায় ঐতিহ্যে মামার বাজার দিরাই মনি রেস্টুরেন্টে প্রবেশ করে সবাই খানা পিনা শেষ করি। খাবার ছিল ভাত,মাছ,ডাল, মাছ ভর্তা ও আলো ভর্তা ইত্যাদি। তার পরে বাড়ির উদ্দেশ্য পথ চলা এসে গোয়াইনঘাট সরকারী কলেজ এর রজতজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠান যোগদান করি সেখানে পুরনো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করি মনের আনন্দে ঘুরে বেড়াই সবাই।

প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত
সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়।

সীমান্তের ওপারে ভারতের পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবহমান জলরাশি, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও সুনসান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে।

প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানি- এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমণপিয়াসীদের কাছে জাফলংয়ের আকর্ষণই যেন আলাদা। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায়।

সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্বদিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান। জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ধূলি ধূসরিত পরিবেশ হয়ে উঠে স্বচ্ছ।

স্নিগ্ধ পরিবেশে শ্বাস-প্রশ্বাসে থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের সবুজাভ চূড়ায় তুলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন-তখন অঝোর ধারায় বৃষ্টির কারণে পাহাড়ি পথ হয়ে উঠে বিপদ সঙ্কুল। সেই সঙ্গে কয়েক হাজার ফুট ওপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণা ধারার দৃশ্য পর্যটকদের নয়ন জুড়ায়।

প্রকৃতিপ্রেমী দেশি-বিদেশি পর্যটকরা ভিড় করতে থাকেন জাফলংয়ে। জাফলং এখন দেশের অন্যতম সেরা পর্যটন স্পট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.