গোয়াইনঘাট সরকারি কলেজর রজতজয়ন্তীতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে আবেগময় কিছু কথা
1 min readজুবায়ের আহমেদ।।
গোয়াইনঘাট সরকারি কলেজর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী অনুষ্ঠানের আজকের পূর্ণ মিলনিতে প্রাক্তন ছাত্র-ছাত্রী ভাই ও বোনদের নিয়ে আবেগময় স্ট্যাটাস
ভালোবাসা কাকে বলে আমার ঠিক জানা নেই।
আজ গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রী ভাই ও বোনদের পূর্নমীলনিতে এক অন্যরকম ভালবাসা দেখতে পেলাম।
২৫ বছর পুর্তি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্ঠান, অর্থাৎ দীর্ঘ ২ যোগ পর আজ হারিয়ে যাওয়া রোদেলা দিনগুলি তারা ফিরে পেয়েছে। আমি শুধু অবাক নয়নে তাকিয়েই ছিলাম আজকের কোলাহল, এ যেন তারা সেই ছোট্ট বেলাটাকেই আজ ফিরে পেয়েছিলো!
সেই ছোট্ট বেলার মতো কত হাসি কত খুনসুটি আমি শুধু অপলক দৃষ্টিতে দেখেই গেলাম।
আজ কত ভাই- বোন তাদের স্বামী স্ত্রী বাচ্ছা পরিবার নিয়ে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
এই ক্ষনিকের মিলনে যেন তারা সব ভুলে গিয়ে আবার ছোট্ট বেলাতেই ফিরে গিয়েছিলো।
আমার বিশ্বাস থেকে বলি, আজ দিন শেষে রাত হলো প্রাক্তন ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা সবাই বাড়ি ফিরে চলে গেছেন, বেশিরভাগ কর্মস্থলে ফিরেছেন।
আমি নিশ্চিন্তে বলতে পারি আজকের এই ক্ষনিকের মিলন আজকের দিনটা যতই আনন্দ দেকনা কেনো? রাতটা কষ্ট দিচ্ছে।
কেননা, আজ প্রত্যেকের মনে পড়ে গেছে সেই ছোট্ট বেলাটা, সেই এক সাথে হাসি-খুসি, মান-অভিমান, ঝগড়াঝাটি, আড্ডা, সব স্মৃতিগুলো আজ ছোট বেলায় ফিরে নিতে চাচ্ছে। হারিয়ে যাওয়া রোদেলা দিনগুলি আবারও উঁকি নিচ্ছে।
#ভাই-বোনেরা এটা #প্রেম_নয়_ভালবাসা।
আজ আমি উপলব্ধি করেছি ভালবাসা জিনিসটা আলাদা একটা অনুভূতি।
আমি আমার মনের মনিকোঠা থেকে শ্রদ্ধা এবং স্যালুট জানাই প্রাক্তন ছাত্র-ছাত্রী ভাই ও বোনদের
এবং আজকের এই ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানের সকল নেতৃবৃন্দদের আজকের অনুষ্ঠান আমায় শিখিয়ে গেলো ভালবাসা কি অদ্ভুত জিনিস।
বেচে থাকুক সকল বন্ধুত্তের বন্ধন, বেচে থাকুক ভালবাসা। স্মৃতির পাতায় প্রাণবন্ত হয়ে থাকুক আজকের এই দিন।