গোয়াইনঘাটে থানা পুলিশের অভিজান,ভারতীয় মদসহ আটক ১
1 min readনিজস্ব প্রতিবেদক:- সিলেটের পুলিশ সুপার মো: ফরিদ উদ্দিন পিপিএমর নির্দেশনায় ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের পরিচালনায় মাদক বিরুধী অভিজান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদ অফিসার চয়েজসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। দিবাগত রাত ১০ ঘটিকায় গোয়াইনঘাট থানার চৌখস এএসাই রাজিব রায়ের নেতৃতে তাকে আটক করা হয়।ধৃত আসামি জৈন্তাপুর উপজেলার কাপনা কান্দি গ্রামের হারিছ আলীর পুত্র মঈনুল ইসলাম। দীর্ঘদিন থেকে গোয়াইনঘাট উপজেলার জাফলং এর সুনাটিল্লা গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।গোয়াইনঘাট থানা পুলিশের ওসি আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের এই মাদকবিরোধী অভিজান প্রচলিত থাকবে এবং ধৃত আসামিকে প্রচলিত মাদক বিরুধী আইনে মামলার মাধ্যমে হাজতে প্রেরন করা হবে।