যেমন খুশি তেমন চলো
এই পৃথিবীর খেলা
ভুলের মাশুল দিতে হবে
ডুববে যখন বেলা।
এই পৃথিবী যেমন ছিলো
তেমনি পড়ে রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে।
স্বজন ছিলো কতো আপন
সবই হবে পর
একা একা যেতে হবে
মাটি আধার ঘর।
লেখক: এম এবাদুর রহমান খান
(সীমান্তের আহ্বানের বিয়ানীবাজার প্রতিনিধি)