হবিগঞ্জ শাহজালাল ট্রাস্ট-এর কাউন্সিলে রাসেল সভাপতি,চয়ন সম্পাদক
1 min readআশাহীদ আলী আশা।।
হবিগঞ্জ শাহজালাল (র.)-অাইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর (২০২০-২০২৩)-এর কাউন্সিল গতকাল ২৪ জানুয়ারি ২০২০,শুক্রবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ শাহজালাল (র.)-অাইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর উপদেষ্টামন্ডলীর সদস্য,লন্ডন ব্রিকলেইন জামে মসজিদের ইমাম ও খতিব,দারুল হাদীস লাতিফিয়া লন্ডন-এর মুহতারাম মুহাদ্দিস হযরত মাওলানা মো. নজরুল ইসলাম,সহকারী নির্বাচন কমিশনার ছিলেন,ট্রাস্ট-এর উপদেষ্টামন্ডলীর সদস্য মাওলানা মো. ইব্রাহীম ইউসুফ।
কাউন্সিলে মো. অাব্দুল মুহিত রাসেল-কে সভাপতি ও মো. অাবুল কাশেম চয়ন-কে সাধারণ সম্পাদক ঘোষনা করে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন ট্রাস্ট-এর উপদেষ্টামন্ডলীর সদস্য মাওলানা মো. নজরুল ইসলাম।