সততার সাথে আগামীর পথে “সীমান্তের আহ্বান”
1 min read[কাকলী আক্তার মৌ]
সততা,নিরপেক্ষতার সাথে,আগামীর পথে,
সীমান্তের আহ্বান এগিয়ে চলেছে;সত্যের সাথে।
ভর করি,তরুন তরুণী;লেখকের মেধা,
এগিয়ে চলেছে আলোর পথে;কাঁটিয়া সব বাঁধা।
কলমের ধারে,মিছে যায় হেরে;সত্য প্রকাশে দশে,
দূর্নীতি হারি,কালো হাত ভুড়ি,মাটিতে যায় সবি মিশে।
দিকে দিকে ছড়ায়,আলোকে ভরায়,প্রকাশে দেশে;
জনপ্রিয়তার,ভর করে ঘাড়,সততায় উঠে হেসে।
মিথ্যার কালি,সাথে চোরাবালি;সব কিছু ঠেলে,
সততা দিয়ে,সত্য নিয়ে;সেজেছে আলোক ঢেলে।
সাথে যদি থাক,সকলে মিলে,আগাব সত্যের পথে,
দূরে ঠেলে বাঁধা,নীতি হীন কাঁদা;মাটিতে সবি পুতে।
আগামীতে ভবে,আরো জোরে সবে,আগাব মিলে,
কালো হাতের জোর,ভেঙে করে চুর;সত্যে উঠব জ্বলে।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের আগামী ২ ফেব্রুয়ারীর প্রোগ্রাম উপলক্ষে কবিতাটি উপহার স্বরূপ)