সততার সাথে আগামীর পথে "সীমান্তের আহ্বান" - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

সততার সাথে আগামীর পথে “সীমান্তের আহ্বান”

1 min read

[কাকলী আক্তার মৌ]

সততা,নিরপেক্ষতার সাথে,আগামীর পথে,
সীমান্তের আহ্বান এগিয়ে চলেছে;সত্যের সাথে।

ভর করি,তরুন তরুণী;লেখকের মেধা,
এগিয়ে চলেছে আলোর পথে;কাঁটিয়া সব বাঁধা।

কলমের ধারে,মিছে যায় হেরে;সত্য প্রকাশে দশে,
দূর্নীতি হারি,কালো হাত ভুড়ি,মাটিতে যায় সবি মিশে।

দিকে দিকে ছড়ায়,আলোকে ভরায়,প্রকাশে দেশে;
জনপ্রিয়তার,ভর করে ঘাড়,সততায় উঠে হেসে।

মিথ্যার কালি,সাথে চোরাবালি;সব কিছু ঠেলে,
সততা দিয়ে,সত্য নিয়ে;সেজেছে আলোক ঢেলে।

সাথে যদি থাক,সকলে মিলে,আগাব সত্যের পথে,
দূরে ঠেলে বাঁধা,নীতি হীন কাঁদা;মাটিতে সবি পুতে।

আগামীতে ভবে,আরো জোরে সবে,আগাব মিলে,
কালো হাতের জোর,ভেঙে করে চুর;সত্যে উঠব জ্বলে।

লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের আগামী ২ ফেব্রুয়ারীর প্রোগ্রাম উপলক্ষে কবিতাটি উপহার স্বরূপ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.