মুসলিম বনাম সেকুলার
1 min read[ড. সামী আমেরী]
“কাফেররা যখন আপনাকে দেখে ,তখন তারা আপনাকে নিয়ে কেবল বিদ্রুপই করে। তারা বলে, এই কি সেই ব্যক্তি যে তোমাদের “ইলাহ”দের সমালোচনা করে? অথচ তারাই তো রহমানের আলোচনার বিরোধীতা করে।”( সূরা আম্বিয়া,৩৬)
অর্থাৎ যারা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর প্রতি ঈমান এনেছে ; কিন্তু সার্বভৌমত্ব ও নিঃশর্ত গোলামীর (আবদিয়ত) ক্ষেত্রে আল্লাহকে অস্বীকার করেছে, তাঁকে মা’বুদ হিসেবে গ্রহণ করেনি, তারা যখন কোন প্রকৃত মুসলমানকে পায় তাকে সন্ত্রাসী, ফান্ডামেন্টালিস্ট, আল্ট্রা ইসলামিস্ট, মধ্যযুগীয়, মৌলবাদী, উগ্রবাদী, কট্টর মুসলিম ইত্যাদি ট্যাগ লাগিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাকে টার্গেট করে বলে বেড়ায়, এই তো সেই ব্যক্তি যে তোমাদের বিভিন্ন ইলাহ তথা সেকুলার রাজনীতি,সংবিধান এবং শিক্ষাব্যবস্থার সমালোচনা করে। অথচ এসব সেকুলাররাই দয়াময় আল্লাহর আলোচনা তথা তাঁর নাযিলকৃত সেই শরীয়তকে সহ্য করে না, যেই শরীয়ত দুর্বলের প্রতি সদয় এবং তা জালিমের হাতকে ভেঙ্গে দেয় আর তার জুলুমকে দমন করে। বস্তুত তারাই কাফের। তারা শরীয়তকে প্রত্যাখ্যান করেছে। আর শরীয়তকে প্রত্যাখ্যান করা মানে মা’বুদ হিসেবে আল্লাহকে অস্বীকার করা এবং দ্বীন ইসলাম ত্যাগ করা।