ডাকাতের কবল থেকে বাঁচতে বিয়ানীবাজার ওসির উদ্যোগ
1 min readইবাদুর রহমান খান :: বিয়ানীবাজার উপজেলায় ডাকাতের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রত্যেক রাতে প্রত্যকটি ইউনিয়ন ও গ্রামে থানা পুলিশের সাথে অতিরিক্ত পুলিশ পাহারা দিবে বলে অবহিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি অবনি সংকর কর। তাই জরুরী প্রয়োজনে 01713374382 অথবা 999 নাম্বারে কল দিয়ে পুলিশের সেবা নেওয়ার জন্য বিয়ানীবাজার থানার ওসি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।
Thank you ShimanterAhban onlinenews