জামেয়া রেঙ্গা’র নতুন শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী
1 min readমাহদী হাসান, :: বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট’র সদ্য সাবেক শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রাহ: এর ইন্তেকালের পর নতুন শায়খুল হাদীস নিয়োগ দেওয়া হয় শায়খুল হাদীস ইমদাদুল হক হবিগঞ্জীকে। উনি শায়খুল হাদীস তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ: এর ছোটভাই।
শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী যিনি বহুগন্থ প্রণেতা, বুখারী শরীফের আরবী ব্যাখ্যাগন্থ রচয়িতা,বাংলাদেশের জাতীয় ঈদগাহের সাবেক খতীব, ইসলামিক ফাউন্ডেশন সম্পাদনা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, দেশ বিদেশের নন্দিত এক ইসলামী আলোচক।
আগামীকাল থেকেই দরস প্রদান করবেন শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী।