কেন্দ্রীয় সম্মেলন সফলে গোলাপগঞ্জ জমিয়তের প্রস্তুতি সভা
1 min readসিলেট :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কর্মী সম্মেলন আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
সম্মেলন সফলের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, মাওলানা আব্দুল মান্নান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ফয়ছল আহমদ, ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ রশিদ আহমদ, অর্থ সম্পাদক সফির আহমদ চৌধুরী, আফছার উদ্দিন, ক্বারী মাওলানা খলিলুর রহমান, মাওলানা আফজল আহমদ, হাফিজ নুরুল হক প্রমুখ।
বৈঠকে কেন্দ্রীয় সম্মেলন সফলের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয় এবং সোহরাওয়ার্দী উদ্যানের কর্মী সম্মেলন সফল করার জন্য ইউনিয়ন ভিত্তিক দাওয়াতী সফর নিয়ে উপজেলা নেতৃবন্দ ব্যাপক আলোচনা করেন।