উসমানী মেডিকেলের যত অনিয়ম “কবিতা”
1 min read[কাকলী আক্তার মৌ]
উসমানী মেডিকেলের ব্রাদার ও মাসী;
তোমার বখশিশে যদি হয় তারা খুশি।
সেবা পাবে তুমি; সবি বেশি বেশি,
চিত্ত,সেবায় রোগী সুখে উঠবে হাসি।
কাঙ্খিত সেই সেবা পাবে;যখন দিবে টাকা,
নইলে তব সেবার ভাগ্য;ষোল আনাই ফাঁকা।
বখশিশের লোভে তারা;যাচ্ছে তাই করে,
বাক বিতন্ডা করলে কেউ;ঘাড়ে চেঁপে ধরে।
দেখার নাই,বলার নাই,শোনার নাই কথা,
তাইতো সবে কষ্টে কাঁদে আড়ালে রাখি ব্যথা।
খুটির জোর কোথায় তাদের?এমন ভাবে চলে?
রোগী স্বজনের কাছে তারা;টাকার কথা বলে?
আমরা সবে সিলেট বাসী;এমনটা কি চাই?
অনিয়ম থেকে মুক্তি পেতে;উপায় বল ভাই?
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)