উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
1 min readশাহেদ হোসাইন মুবিন।।
শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশক্রমে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল পর্যায়ে গনতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করা ও গণতন্ত্রের বার্তা পৌছে দেয়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় কক্সবাজারে বিভিন্ন বিদ্যালয়ে ২৫ জানুয়ারি শনিবার স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট । সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রী সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করেন। উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সার্বিক তত্বাবধানে পরিচালিত কেবিনেট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বর্তমান সরকারের চিন্তা চেতনায় আজকে তৃণমুলে মাধ্যমিক স্কুল পর্যায় থেকে যেভাবে গণতান্ত্রিক চর্চার উদ্যোগ নিয়েছেন তা ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে। আমরা চাই এই ধারা অব্যাহত থাকবে। স্কুল পর্যায় হতে শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রীদের মাঝে যে গণতান্ত্রিক চর্চাবোধ সৃষ্টি হচ্ছে এবং কিভাবে সততার সাথে নির্বাচন করতে হয় তা আমরা শিখে অভিজ্ঞতা অর্জন করে কাজে লাগাতে পারবো।