উখিয়ায় আব্দুল করিম মিস্ত্রী স্মৃতি জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
1 min readকক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার উখিয়ায় আব্দুল করিম মিস্ত্রী স্মৃতি জুনিয়র ফুটবল টুর্নামেন অনুষ্ঠিত। প্রথম উদ্বোধনী ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মোঃ সালাউদ্দিন মাহমুদ, সভাপতি
উখিয়া রাইজিং স্টার সোসাইটির ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মামুনুর রশিদ মামুন , সাধারণ সম্পাদক উখিয়া রাইজিং স্টার সোসাইটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মোঃ আকিব, বিশিষ্ট ক্রীড়াবিদ।
সভাপতিত্ব করেন : রাজ বাপ্পী , অর্থ সম্পাদক উখিয়া রাইজিং স্টার সোসাইটি। আরো উপস্থিত ছিলেন : জনাব মোঃ আব্দুল্লাহ নোমান , সাংগঠনিক সম্পাদক উখিয়া রাইজিং স্টার সোসাইটি।
পরিচালনা করেন : জনাব মোঃ শাহেদ হোসাইন মুবিন , তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক উখিয়া রাইজিং স্টার সোসাইটি।
উপস্থিত ছিলেন : রেজাউল করিম রুবেল, কমিটি অত্র টুর্নামেন্ট। এছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত উদ্ধোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করেন উখিয়া রাইজিং স্টার সোসাইটি।
অপরদিকে অংশগ্রহণ করেন খয়রাতি পাড়া ইয়ং স্টার।