লেবানন বাংলাদেশ দূতাবাস প্রবাসীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন
1 min read
হেলাল আহমদ :: ২৬ জানুয়ারি ২০২০ রোজ রোববার বাংলাদেশ দূতাবাস বৈরুত এর উদ্যোগে এবং ইউনিফিল এ নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিমের সহযোগিতায় লেবানন প্রবাসী বাংলাদেশীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।
এই সেবা সকাল ৯টা থেকে শুরু হয়ে ২টা পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দূতাবাসের আয়োজনে এ সেবাটি ১৩-তম মেডিকেল ক্যাম্প ।
যারা এই সেবা নিতে আগ্রহী তারা নাম রেজিষ্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুনঃ- http://beirutmission.org/appointment/form