ফুলবাড়ীতে মাদক নির্মূলে নবাগত ওসির মত বিনিময়
1 min read
মাহফুজার রহমান মাহফুজ।।
কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় নব যোগদানকৃত অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় মাদক নির্মূলের লক্ষ্যে ২৩ জানুয়ারি দুপুর ১২ টায় এক মত বিনিময় সভার আয়োজন করেন। বিজিবি কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক ও আইন শৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করন। উক্ত সভায় প্রধান অতিথি হিসব উপস্হিত ছিলন নাগেশ্বরী সার্কলের সিনিয়র এএসপি লুৎফর রহমান। সভায় মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। এজন্য সর্বস্তরের জনগণের সার্বিক সহযাগিতা কামনা করেন পুলিশ কর্মকর্তাগণ। সভায় আরো উপস্হিত ছিলন সমাজসেবা অফিসার আব্দুল মজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মুসাবর আলী মুসা, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, ভাঙ্গামোড় ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান বাবু, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হাসান সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ মজনু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।