“নারী সরেতাজ”
1 min read[আব্দুল্লাহ আল নোমান]
নারী কি মায়ায় ভরা
রাত্রি নিঝুম।
নারী কি রূপের সুধা
সৃষ্টি নিপুণ।
নারী কি প্রেমসারথি
মাটির পুতুল।
নারী কি মধুয় ভরা
বিকশিত ফুল।
নারী কি জীবন্তরী
কোমল কমল।
নারী কি হৃদের রাণী
কর্মে চপল।
নারী কি ঘরের শোভা
চোখের জ্যোতি।
বোরকা-হেজাবে নারী
ঝিঁনুকে মোতি।
নারী কি চোখের ক্ষুধা?
কাজে নেই লাজ!
নারী তো সরস্বতী
নারী সরেতাজ।
লেখক:- আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)