গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তীর সফলতা কামনা করছেন ভাইস চেয়ারম্যান কয়েছ
1 min readআবু তালহা তোফায়েল :: আগামী ২৫ জানুয়ারি (শনিবার) গোয়াইনঘাট সরকারি কলেজের ২৫ বছর পূর্তী উপলক্ষে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের সর্বাত্মক সফলতা কামনা করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) উপজেলা পরিষদের কার্যালয়ে এসে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ তপনকৃষ্ণ দেব দাওয়াতি কার্ড পৌঁছানের সময় তিনি বলেন যে, গোয়াইনঘাট উপজেলার বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান “গোয়াইনঘাট সরকারি কলেজ”। প্রতিষ্ঠানকালীন সময়ে গোয়াইনঘাটের অনেক গুণীজনের ঘাম ঝরানো কৃতিত্ব রয়েছে, আর আজ তাদের এই কষ্ট সফলতায় পৌঁছে হাটি পা পা করে ২৫ বছর পূর্ণ করেছে। কেউ যায়গা, কেউ টাকা পয়সা, কেউ বা আবার সময় ও শ্রম এবং সুপরামর্শ দিয়ে সহায়তা করেছে। তিনি বলেন যে, আমার বাবা মরহুম আব্দুস সামাদ কুটি চেয়ারম্যান এক বিঘা জমি দিয়ে কলেজের পাশে দাঁড়িয়েছেন। এরকম অনেকের অবধান বিরল। বলে শেষ করার মত নয়৷ আশাকরি আলোর মশাল জালিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান আরো অনেক অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।