আমার ওতো আছে প্রাণ
1 min read[কাকলী আক্তার মৌ]
আমার ওতো আছে প্রাণ;আছে অধিকার,
বুক ফুলিয়ে,অন্ন খেয়ে;ধরা-ধামে থাকার।
আমার ওতো স্বজন আছে;আছে ছেলে মেয়ে,
ভালবাসা আদরে;বাঁচি তাদের নিয়ে।
আমার ওতো কষ্ট আছে;আছে মনে সুখ,
আমার ওতো স্বপ্ন আছে;স্বপ্নে ভরা বুক।
আমি ভবের তুচ্ছ প্রাণ;আল্লাহ পাকের দান,
পদে পদে শুকরিয়া করি;গাই তাঁহার’ই শান।
সৃষ্টি ভবের উপকার করি;তুচ্ছ অন্ন খাই,
বিনিময়ে কারো কাছে কিছুই নাহি চাই।
না চাইতে,তবুও কেউ;কৃতজ্ঞতা ভরি,
ডেকে নিয়ে অন্ন দেয়;মাথায় আদর করি।
কেউ বা আছে অকারণেই,ইট পাটকেল মেরে;
লাটি হাতে নিয়ে গাঁয়ে,মারতে আসে তেড়ে।
আঘাতে যদি,তোমরা সবে;মেরে ফেল আমায়,
আমার ছেলে মেয়ে তখন;আশ্রয় নিবে কোথায়?
কে বা দিবে অন্ন তাদের,দিবে ভালবাসা;
কে বা তাদের বুকে রাখি,জাগাবে বাঁচার আশা?
মহান রবের দোহাই দিয়ে;সবার সনে বলি,
আমায় সবে বাঁচতে দাও;বলি অশ্রু ফেলি।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)