❝নারী শুধুই কাঁদায়❞
1 min read[আব্দুল্লাহ্ আল নোমান]
নারী যখন চাঁদের টুকরো হয়ে
মায়ের কোলে আসে।
বাবা তখন হাসে আর-
নয়নান্দে অশ্রু ভাসে!
নারী যখন শিশুর ছলে,
কোলে কোলে দোলে।
তখনও তার মিষ্টি কথায়
বাবা কাঁদেন, আবেগের ছলে!
নারী যখন কেশোরীর ছাঁয়
ছুটো-ছুটি করে, মন-ময়ূরীর ন্যায়।
তখনও তার আহ্লাদী অভিনয়
পিতৃতে অনুভূতির অশ্রু ঝরায়!
নারী যখন তরুণী বরণ
বাবার তখন জ্যান্ত মরণ!
সোনার হরিণ বিদায় দিয়ে
চোখে তাহার রক্ত ক্ষরণ!!
নারী যখন অন্যের বাড়ী
বাবা দেন আহার নিদ্রা ছাড়ি।
বিলাপ করি বলেন “মা”
তুই যে আমার, প্রাণটা নিলি কাড়ি!
নারী যখন মাসের পর মাস
করে, পরে বসবাস!
চোখের জলে বাবা বলে
একি আমার হল সর্বনাশ!!
জনম দুঃখী এই বাবারে
ভুল বুঝনা কভু!
ভাল থাকবে সদা তুমি,
ভাল রাখবেন প্রভু।
লেখক:- আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)