লক্ষ শ্রমিকের গণজোয়ার; কাজ চাই ভাত চাই,জাফলং পাথর কোয়ারী সচল চাই
1 min read
হযরত আলী, জাফলং থেকে :: লক্ষ লক্ষ শ্রমিকের অশ্রুঝরা কান্নার আওয়াজ,কাজ চাই ভাত চাই-পাথর কোয়ারী সচল চাই।সকলের দাবি একটাই-অচল পাথর কোয়ারী-সচল চাই। শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ-শেখ হাসিনার বাংলাদেশ। মানুষের জন্য আইন-নাকি আইনের জন্য মানুষ??। আমাদের দাবি একটাই- পাথর কোয়ারী সচল চাই, দুনিয়ার মজদুর বাংলার মজদুর-এক হও এক হও, প্রয়োজনে লড়বো-বাঁচার মতো বাঁচবো-নিজের স্বার্থ নিজেরাই আদায় করব। মানুষের প্রাণের দাবি পাথর কোয়ারী খুলে দাও দিতে হবেসহ নানা স্লোগানে মুখর জাফলংয়ের মামার বাজার।
আজ বুধবার দুপুরে জাফলং এর মামার বাজার পয়েন্টে জাফলং অচল কোয়ারী স্বচ্ছল করার দাবিতে শ্রমিক-ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ডাকে পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে এক বিশাল সভা আহ্বান করা হয়েছে।
সভা উপলক্ষে সকাল থেকেই মামার বাজার পয়েন্টে খন্ড খন্ড মিছিল সহকারে ব্যবসায়ী শ্রমিকরা জড়ো হতে শুরু করেছে।
শ্রমিক-ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন উক্ত সমাবেশে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির একাধিক নেতা।
বিস্তারিত আসছে……..