মানুষ সৃষ্টি কইরা ভবে;আল্লাহ দিলেন প্রাণ
1 min read[কাকলী আক্তার মৌ]
মানুষ সৃষ্টি কইরা ভবে,আল্লাহ দিলেন প্রাণ,
দুনিয়ায় জোড়া ছড়াইয়া তারে,বাড়াইয়া দিলেন মান।
আশরাফুল মাখলুকাতের নাম পরিচয় দিয়া,
দয়া মায়া উদারতায়; ভরিয়া দিলেন হিয়া।
জ্ঞান বুদ্ধি ভরিয়া দিলেন;মাথায় ঢালিয়া এত,
কোন কাজেই হয় না যেন;মানুষের মাথা নত।
দয়া মায়া উদারতা সাথে ভরিয়া দিলেন ঘৃণা;
হাজার হাজার মাখলুকাতের;ভিড়ে তারে যায় চিনা।
ভাল মন্দ ন্যায় অন্যায়;সবি লয় তারা বুঝিয়া,
জ্ঞান বুদ্ধি খাটাইয়া লয়;আপনা পথ খুজিয়া।
নাম যশ,মান অপমান,সবি কুড়াইতে পারে;
আপন মহিমা,স্বগৌরবে উচাইয়া বাঁচে শিরে।
আপন হিসাব,আপন জ্ঞানে,আপন কর্ম দিয়া;
আখিরাতের যাত্রা করে সুফল কুফল নিয়া।
জ্ঞানী গুণী দ্বীনী যারা;আপন কর্মে বাঁচিয়া,
কাঁদায়ে ভবে,যাত্রা করে;আখিরাতের পথ নাচিয়া।
পাপী শাপী লোভী যারা;ভূবনের লোভে পড়িয়া,
খাই খাই করে আফসোসে যায়;অতৃপ্তিতে মরিয়া।
এখন চিন্তা আমার তোমার;কোনসে পথিক হইয়া?
জীবনের পথ পাড়ি দিয়া যাই;কোনসে নাও বাইয়া?
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)