মানুষ সৃ‌ষ্টি কইরা ভ‌বে;আল্লাহ দি‌লেন প্রাণ - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

মানুষ সৃ‌ষ্টি কইরা ভ‌বে;আল্লাহ দি‌লেন প্রাণ

1 min read

[কাকলী আক্তার মৌ]

মানুষ সৃ‌ষ্টি কইরা ভ‌বে,আল্লাহ দি‌লেন প্রাণ,
দু‌নিয়ায় জোড়া ছড়াইয়া তা‌রে,বাড়াইয়া দি‌লেন মান।

আশরাফুল মাখলুকা‌তের নাম প‌রিচয় দি‌য়া,
দয়া মায়া উদারতায়; ভরি‌য়া দি‌লেন হিয়া।

জ্ঞান বু‌‌দ্ধি ভ‌রিয়া দি‌লেন;মাথায় ঢা‌লিয়া এত,
কোন কা‌জেই হয় না যেন;মানু‌ষের মাথা নত।

দয়া মায়া উদারতা সা‌থে ভ‌রিয়া দি‌লেন ঘৃণা;
হাজার হাজার মাখলুকা‌তের;ভি‌‌ড়ে তা‌রে যায় চিনা।

ভাল মন্দ ন্যায় অন্যায়;স‌বি লয় তারা বু‌ঝিয়া,
জ্ঞান বু‌দ্ধি খাটাইয়া লয়;আপনা পথ খু‌জিয়া।

নাম যশ,মান অপমান,স‌বি কুড়াই‌তে পা‌রে;
আপন ম‌হিমা,স্ব‌গৌর‌বে উচাইয়া বাঁ‌চে শি‌রে।

আপন হিসাব,আপন জ্ঞা‌নে,আপন কর্ম দি‌য়া;
আ‌খিরা‌তের যাত্রা ক‌রে সুফল কুফল নিয়া।

জ্ঞানী গুণী দ্বীনী যারা;আপন ক‌র্মে বাঁ‌চিয়া,
কাঁদা‌য়ে ভ‌বে,যাত্রা ক‌রে;আ‌খিরা‌তের পথ না‌চিয়া।

পাপী শাপী লোভী যারা;ভূব‌নের লো‌ভে প‌ড়িয়া,
খাই খাই ক‌রে আফ‌সো‌সে যায়;অতৃ‌প্তি‌তে ম‌রিয়া।

এখন চিন্তা আমার তোমার;‌কোন‌সে প‌থিক হইয়া?
জীব‌নের পথ পা‌ড়ি দিয়া যাই;‌কোন‌সে নাও বাইয়া?

লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.