“বছর গড়ায় আয়ু ফুড়ায়”
1 min read
[কাকলী আক্তার মৌ]
বছর গড়ায়,আয়ু ফুড়ায়;বুকটা দুরু দুরু,
‘আল্লাহ’ নামে করব তাই;জীবনের পাঠ শুরু।
ধান্দা বাজি,লুটতরাজি জলাঞ্জলি দিয়ে,
জীবনের পথ পাড়ি দিব;কুরআনের নূর দিয়ে।
অতীত পাপের,মানব শাপের;তওবা করে নিব,
হকদারের হক সকলি;আজ’ই ফিরিয়ে দিব।
মিছে কথা,নোংরা পাতার,বুলি পাল্টে যাব,
তওবা করে চাইব ক্ষমা;নিশ্চই তাহা পাব।
এ জীবন তো জীবন নয়;আরো আছে বাকি,
সেই জীবনের প্রস্তুতি নিতে;শুদ্ধি যাব আঁকি।
এসো সবে তওবা করি;জায়নামাযে দাড়াই,
সুখ শান্তির আলোক বটি;ভূবন পানে ছড়াই।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)