❝আধুনিক ফিটিং বোরকা❞
1 min read[আব্দুল্লাহ আল নোমান]
বোরকা পড়ছো বডি ফিটিং
ভেনিটি ব্যাগ হাতে,,,
মুখটি তোমার রেখেছ খুলে
লাভ হলো কি তাতে?
ঠোঁটে দিয়েছ লিপস্টিক
ময়দা মেখেছো গালে,,,
চোখে দিয়েছো কাজল
আবার টিপ পড়েছ কপালে।
দেড় হাত উচো জুতো পায়ে
শপিংএ দিয়েছো রওয়ানা,,
হেটে যাচ্ছ তেড়ে নেড়ে
বানরের চেয়ে কমনা।
দৃষ্টি কাড়ছ শত যুবকের
নষ্ট করছ ঈমান,,
শয়তান হাসছে দূরে থেকে
যাচ্ছে তোমার মান সম্মান।।
কেউ বলছে সেক্সি তোমায়
কেউ বলছে ময়না,,,,
কেউ আবার মারছে শীষ
কেউ বলছে উফ! সয়না।
কেউ আবার নিচ্ছে পিছু
ফায়দা লোটার চেষ্টা,,,
সুযোগ পেলেই যাবে মান
তুমি হবে নষ্টা।।
গায়ে পড়বে পাপের আঁচড়
বলবে না কেউ ভালো,,
বুঝবা সেদিন ফিটিং পয়রা
লাভটা যে কি হলো।।
দেখবে না কেউ ভালো চোখে
বলবে সবাই পাপী,,
সারাজীবন চলবে ১টি
ভুলের বোঝা মাপি।
তাতে লাভ হবে কি তোমার ?
ভেবেছ কি তুমি ১বার ?
যে দিকেই যাবে সেদিকেই সমাজ
দেবে তোমায় ধিক্কার!
সেদিন অশ্রুসিক্ত নয়ন তোমার
করবে শুধু চিৎকার।।
এটি তোমার কর্মফল
শুধু একটি ভুলের কারন!
পর্দা প্রভুর আইন
সেটি করেছো তুমি লঙ্ঘন।
বোন রাগ করোনা তুমি
ধরি তোমার হাতে পায়ে,,
জাহান্নাম থেকে বাচতে চাইলে
সঠিক পর্দা জড়াও গায়ে।
মেনে চল খোদার হুকুম
পড় হাদীস কোরআন,,,
দুনিয়াতে কষ্ট হলেও
আখেরাতে পাবে সুখ অম্লান।
লেখক: আব্দুল্লাহ আল নোমান-এর কিছু কথা
বিঃদ্রঃ যারা উত্তম পর্দা করে তাদের জন্য রইলো শ্রদ্ধা এবং সম্মান।
আর যারা পর্দা করে না, তাদের জন্য রইলো
পর্দাশীল হওয়ার হেদায়াতি দোয়া।