“মিছে মিছি ভাল থাকা”
1 min read[কাকলী আক্তার মৌ]
সুখ নাই এ জগতে;হা হুতাশে খেলা,
চিন্তায়,চেতনায় কাঁটে সারা বেলা।
হাতে কাজ আছে তবু;চিন্তা ঘুরে,
জগতের সব সুখ নিতে চায় ভরে।
মন নাহি ভরে ‘কমে’;করে হায় হায়,
এ জগতের সবি যেন;কিনে নিতে চায়।
সবি চাই,সবি চাই;এই সুরে সুরে,
হা হুতাশ করে করে;দুখে মন ভরে।
খাই খাই,শুধু খাই;মুখে জপে জপে,
যাতনার নিচে দেয় নিজেকে সপে।
সেজে গুজে করে রব;মরীচিকা গানে,
মিছে মায়া স্বপ্ন;ভরে নেয় প্রাণে।
দিন শেষে,অবশেষে;যা কিছুই পায়,
নাহি হয় তুষ্ট;করে হায় হায়।
এই ভেবে আফসোসে,ব্যথা বাড়ে গাঁয়;
এভাবে কি মিছে মিছি;ভাল থাকা যায়?
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)