❝”চাই না আমি কবি হতে”❞
1 min read[আব্দুল্লাহ আল নোমান]
✍”কবি হওয়ার জন্য কবিতা লিখি না!
কবিতা লেখা মম নৈতিক সখ!
———–যাহা চোখ দিয়ে দেখি,
———-তাহাই হাত দিয়ে লিখি!
✍”মুখে ভৈরবী বক বক,
যত অনাচার হেরি বার বার
অতপর অন্তর চক্ষু দিয়া’
মনের আনন্দে লিখি সানন্দে!
✍”আশপাশের পরিবেশ নিয়া
পদ্য প্রান্তরে পথচলা,
কবি হতে কভু চাইনে আমি
এই হল আমার বলা।
✍ভুবন বুকে কত কবি দুঃখে
নিজেরে দিয়েছে বলিদান!
কেউ কি কখনও খুঁজেছ
কেন নিভে গেল সেই প্রাণ!
✍”সবার অলক্ষে নিজকে ঢেকে,
কবির জীবন বাজী পণ!
কবিতা লেখার মজাই আলাদা
বিদ্রোহী আমার মন..!
লেখক: আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)