সুরমা নদীর তীরে স্মৃতির পাতা ঘুরে
1 min read[কাকলী আক্তার মৌ]
আবার আমি ফিরতে চাই;সুরমা নদীর তীরে,
যেথায় আমার বাল্যকাল;কেঁটেছে কুড়ে ঘরে।
সুরমা নদীর মিঠা জলে;নাইতে গেছি কত?
পাড়ে বসে বড়শিতে মাছ;ধরেছি শত শত।
বিকেল বেলা মাঠের পানে,বন্ধু স্বজন নিয়ে;
গোল্লাছুট আর ডাংগুলি;খেলেছি পণ দিয়ে।
সাজের বেলা,আযান হলে;খেলাধূলা সব রেখে,
বাড়ির পানে পা ফেলেছি,হেঁটে এঁকে বেঁকে।
সন্ধ্যা হলেই পড়তে বসি;লন্টন জ্বেলে আলো,
পড়ার ফাঁকে আড্ডা জমে;লেগেছে কত ভালো।
পড়ার শেষে,সবে মিলে;খাইতে গেছি ভাত,
দেখে দেখে,মজা করেছি;একে অপরের পাত।
খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে;উঠানে বিছাই পাটি,
চাঁদের আলো দেখে করতাম;আনন্দে লুটোপুটি।
অতীত স্মৃতির কথা সবি;আজো আছে মনে,
কত আনন্দে দিন কেঁটেছে;সকলেরই সনে।
ইচ্ছা করে,পারতাম যদি;ফিরতাম ঐ কালে,
বন্ধু স্বজন নিয়ে নাচতাম;আনন্দেরই তালে।
স্বপ্ন রাজ্যে,বাল্য স্মৃতি;ঘুরে ফিরে করে ভীড়,
স্মৃতির পাতা হাতরে খুঁজি;সুরমা নদীর তীর।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)
আমি আপনাদের নিউজে কিছু লিখতে চাই আমার লিখা প্রাকাশ করতে চাই আপনারা কি প্রকাশ করবেন।