জৈন্তাপুরে সূচনা প্রকল্পের এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্টিত
1 min read
গোলাম সারোওয়ার বেলাল :: সিলেটের জৈন্তাপুরে সোমবার ২০শে জানুয়ারী সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়োতনে সুচনা অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রায়াস প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন এর সভাপতিত্বে এবং দিপংঙ্কর দে এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দীন, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, শাহ আলম চৌধুরী তোফায়েল, ইয়াহিয়া (ভারপাপ্ত) চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলা উদ্দীন আহমদ, একে আজাদ ভুইয়া, সুব্রত দেব নাথ, সুচনা প্রকল্প কনসোডিয়াম ম্যানেজার নবীনুর রহমান, এপিসি দায়িম আল রায়হান চৌঃ, উপজেলা কো- অর্ডিনেটর আবু বকর শিকদার, গর্ভন্যান্স এন্ড কমিউনিটি ডেভোলাপমেন্ট অফিসার শামছুন নাহার কনা, নিউটেশন অফিসার মাসুদ পারভেজ, সাইফুল আলম, বিশ্বজিৎ দাস প্রমুখ।
এসময় বক্তারা ব্যক্তির জীবন মান উন্নয়ন, জলবায়ু পরির্বতন, পুষ্টির চাহিদা পূরনে জনমনে সচতনতা সৃষ্টি করার পরামর্শ প্রদান করেন। আলোচনায় জন প্রতিনিধি ও বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রী ধর্মীয় প্রতিষ্টানের ছাত্রদের নিয়ে আলোচনা করতে বলা হয়। সূচনা জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও প্রামাণ্য চিত্র প্রদর্শন চিত্র দেখানো হয়।
জৈন্তাপুর উপজেলায় ২০১৬সাল থেকে সূচনা প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামী ২০২২ সাল পর্যন্ত তাদের উন্নয়ন কাজ চালিয়ে যাবে। তারা ইতি মধ্যে নিজপাট ও চারিকাটা ইউনিয়নে পুষ্টি উন্নয়ন কাজ সফলতার সহিত শেষ করেছে । চলমান সময়ে দরবস্থ ইউপি ও চিকনাগুল ইউপি নিয়ে কাজ করার কথা রয়েছে। ক্রমান্নয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে তাদের কার্যক্রম পরিচালিত হবে। উপজেলা কো- অর্ডিনেটর আবু বকর শিকদার আরো জানান ২০২২ সালে জৈন্তাপুরকে উন্নয়নশীল দেরশের সাথে পাল্লা দিতে এবং একটি মডেল জৈন্তাপুর গঠনে এই প্রকল্পটি অগ্রনী ভূমিকা রাখবে।