জৈন্তাপুরে নিশীতা বড়ুয়ার আগমন; সিলেট-তামাবিল রোড অবরোধ করলো তৌহিদী জনতা
1 min read
হরিপুর থেকে নিজস্ব প্রতিনিধি :: ১৯ জানুয়ারি (রবিবার) জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আমন্ত্রনে কন্ঠ শিল্পী নিশীতা বড়ুয়ার আগমনকে কেন্দ্র করে হরিপুর বাজারে হাজার হাজার তৌহিদী জনতা সিলেট তামাবিল রোড অবরোধ করে রেখেছেন।
উল্লেখ্য নিশীতা বড়ুয়াকে জৈন্তাপুরের আলেম উলামা এবং ধর্মপ্রাণ মুসলমান অবাঞ্চিত ঘোষণা করার পর প্রশাসন আস্বস্ত করেছিলেন যে নিশীতা বড়ুয়াকে জৈন্তাপুরের নিমন্ত্রন করা হচ্ছে না।
প্রশাসন এবং জৈন্তার আলেম উলামাসহ ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ অনুভূতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একটি কুচক্রী মহল নিশীতা বড়ুয়াকে জৈন্তাপুরে স্বাগত জানায়।
এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ স্বরূপ সিলেট তামাবিল রোড অবরোধ করা হয়েছে