গোয়াইনঘাটে বয়স্ক ও ভাতাভোগীদের বাছাই
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটের রুস্তুমপুর ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগীদের বাছাই কর্মসূচীর উদ্বোধন হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ১নং রুস্তুমপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ।
অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সরকার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। জনসাধারণের দোরগোড়ায় এসে সেবা প্রদানের নজির সরকারের সফলতায় এক মাইলফলক রচিত করেছে। এ সরকারের আমলে এ খাতে সরকার প্রচুর বরাদ্দ দিয়ে অসহায়,দরিদ্র জনগণের পাশে দাঁড়াচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এক অবিচল কক্ষপথ অতিক্রম করছে বাংলাদেশ।
রুস্তমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু কাওছার প্রমুখ।