নিখোঁজ মাজেদুল করিমের সন্ধান কামনা
1 min read
সীমান্ত ডেস্ক :: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার রজেন্দ্রপুর গ্রামের মোহাঃ শামসুদ্দীন-এর পুত্র মাজেদুল করিম নিখোঁজ হওয়ার প্রায় একমাস হয়ে গেলেও তার পরিবার বা আত্বীয়স্বজন কেউই তার সন্ধান পান নি।
তার বয়স ১৫ বছর। সে জামেয়া বাঘা গোলাপনগর,গোলাপগঞ্জ মাদরাসার ছাত্র।
উল্লেখ্য যে, সে মাসখানিক পূর্বে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু মাদরাসায় পৌছায়নি। তার বাড়ি থেকে মাদরাসায় খোঁজ নিয়ে দেখেন যে, সে মাদরাসায় আসেনি, আত্মীয়স্বজনদের কাছেও খোঁজ নিলে তারা আসেনি বলে জবাব দেয়।
আজ ১৯ জানুয়ারী (রবিবার) রাত ৯টায় সীমান্তের আহ্বানকে এ বিষয়টি নিশ্চিত করেন তার নিখোঁজ ব্যক্তির বড়ভাই Dreamless Boy TR নামের একজন ব্যাক্তি।
তাই যদি কেউ নিখোঁজ মাজেদুল করিমের কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্নের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
নাম্বার : ০১৭৪১-৩৮৫৭০২, ০১৯৫১-২৯১২৫৯