নবীগঞ্জে আকল মিয়ার পরিবারের শীত বস্ত্র বিতরণ
1 min read
আশাহীদ আলী আশা :: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের ফকির বাড়িতে মরহুম শাহ্ মসুদ আলীর (আখল মিয়া) পরিবারের পক্ষ থেকে বেতাপুর ও আমুকোনা গ্রামের গরীব, দুঃখি ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল ৪টায় বেতাপুর ফকির বাড়ির উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহ্ মসপুর আলীর সভাপতিত্বে ও হবিগঞ্জ পল্লি বিদ্যুৎ এর পরিচালক শাহ্ মোস্তাকিম আলী প্রিন্স এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, শাহ্ জমশেদ আলী, শাহ্ ফরুক আলী, শাহ্ মোস্তাক আলী, শাহ্ মাহমুদ আলী, শাহ্ গুলজার আলী, মোঃ লতিফুর রহমান চৌধুরী, শাহ্ মাজলু আলী, শাহ্ দারা আলী, ময়না মিয়া, মুফাসসির চৌধুরী প্রমুখ। পরে অতিথিরা দু‘টি গ্রামের প্রায় একশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।